আন্দুলবাড়িয়া সরকারি হাটের খাসজমি অবৈধভাবে লিজ দেয়ার অভিযোগ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি হাটের খাস জমি অবৈধভাবে লিজ প্রদান করার অভিযোগ উঠেছে। আন্দুলবাড়িয়া হাটবাজার ইজারাদার শেখ আশরাফুজ্জামান টিপু এ অভিযোগ তুলে গতকাল সোমবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। যার অনুলিপি দেয়া হয়েছে চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জীবননগর উপজেলা চেয়ারম্যানের নিকট।

অভিযোগসূত্রে জানা গেছে, ‘আন্দুলবাড়িয়া হাটসংলগ্ন গণশৌচাগারের সামনে সরকারি জমি ইউপি চেয়ারম্যান অবৈধভাবে গ্রহিতা কাজী আব্বাস উদ্দিন, মোল্লা সুজন ও রবজ্জেল হোসেনের নিকট নগদ একলাখ টাকা অগ্রীম জামানত গ্রহণ করে মাসিক ৫শ টাকা ভাড়ায় চুক্তিপত্র সম্পাদন করেছে। যা সরকারি হাটের ইজারাদার হিসাবে আমি আর্থিকসমূহ ক্ষতিগ্রস্ত হচ্ছি। এভাবে ঘর নির্মাণ করা হলে ভবিষ্যতে হাটবাজারের উন্নয়নের স্বার্থে সরকারি জমির সঙ্কট দেখা দিতে পারে।’ অভিযোগটি তদন্তপূর্বক তিনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ অভিযোগের সত্যতা সম্পর্কে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গার এ প্রতিবেদককে বলেন, লিজ প্রদান করা জমিটি ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পদ। ইউনিয়ন পরিষদের স্বার্থে নীতিমালা অনুসরন করে শর্ত সাপেক্ষ মাসিক চুক্তিতে গ্রহিতাদের নিকট লিজ দেয়া হয়েছে।