আন্দুলবাড়িয়ায় বাবু খানের সাথে নেতাকর্মীদের সংহতি প্রকাশ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংবিধানিকভাবে মাত্র তিনমাস রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার রয়েছে। তার পরেই ক্ষমতার মসনদে থাকার অধিকার হারাবে। দলীয় নির্দেশের বাইরে আবেগ দিয়ে রাজনৈতিক চর্চা করলে তার পরিণাম হবে ভয়াবহ। নিজেদের আত্মকলহের সুযোগ নিয়ে প্রধান প্রতিপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সাড়ে সর্বনাশ করে ছাড়বে। সেই সুযোগ না দিয়ে দলীয় নেতাকর্মীদের আবেগ পরিহার করে সতর্কতার সাথে দায়িত্বশীল মেধা ও বুদ্ধি দিয়ে রাজনৈতিক চর্চা করার পরামর্শ দেন তিনি। গত সোমবার রাত ৮টায় জীবননগর পৌর ৫ নং লক্ষ্মীপুর ওয়ার্ড বিএনপির নেতা কামরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৬০ জন দলীয় নেতাকর্মী তার আন্দুলবাড়িয়া বাসভবনে সংহতি প্রকাশ করতে এলে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে উপরোক্ত কথা বলেন। এ সময় লক্ষ্মীপুর মিল মালিক সমিতের নেতা বিল্লাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলার আব্দুর রশিদ, আজিমুল, আফছার, করিম, হযরত, হাসান আলী, হান্নান, নিজাম উদ্দিন, নবি, কাদির, বুদো, শুকুর আলী, মইনুদ্দিন, বাবু, রহমান, বাসার, ছলেমান, নাজির, রফিকুল, মনি, কামরুল, মনিরুল, রেজাউল সর্দার, আলামিন, ইচাহাক, দ্বীন ইসলাম, মতিয়ার, বাবু, জিয়ারুল, শাজাহান, বক্স সর্দার, উজির, রহিম প্রমুখ। পরে উথলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় মিলিত হন বাবু খান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *