আন্দুলবাড়িয়ার বাইসাইকেল মেকার নুরুল ইসলামের আত্মহত্যা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: সংসারের অভাব-অনাটন ও দেনার দায়ে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের বাইসাইকেল মেকার নুরুল ইসলাম আত্মহত্যা করেছেন। গতকাল রোববার ভোর ৫টার দিকে বাড়ির পাশে সবদুল শেখের কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া খাপাড়ার মৃত আজিবর রহমান বিশ্বাসের ছেলে ৩ সন্তানের জনক নুরুল ইসলাম (৪৬) বাজারে দীর্ঘদিন যাবত বাইসাইকেল মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা দাবি করছেন সংসারে অভাব-অনাটন, রোগাগ্রস্ত স্ত্রীর চিকিৎসার ব্যায়ভার বহন ও সম্প্রতি স্থানীয় সমিতিতে দেনার দায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেন। জীবননগর থানার অফিসার ইনর্চাজের নির্দেশ পেয়ে ইউডি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামছুল আলম ঘটনাস্থল পরির্দশন করে লাশের প্রাথমিক সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের সদস্যদের কোনো সন্দেহ, আপত্তি ও অভিযোগ না থাকায় তিনি লাশ দাফনের অনুমতি দেন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে রওজা গোরস্তানে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।