আতশবাজি? কৌতূহল!

 

স্টাফ রিপোর্টার: গতরাত সাড়ে ৯টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গায় লাগাতার বিস্ফোরণ শব্দে কৌতূহলি হয়ে পড়ে সাধারণ মানুষ। কোথায় গুলি হচ্ছে? এতো বোমবাজিই বা কেন? এসব প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জানা যায়, বোমার শব্দ নয়, আতশবাজি। সরকারি কলেজ ও ওয়াপদাসহ পার্শ্ববর্তী এলাকায় আতশবাজির শব্দেই মূলত শহরবাসী কৌতূহলি হয়ে পড়ে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় কি ছাত্রলীগের আনন্দের বহির্প্রকাশ? বিষয়টি নিশ্চিত করে অবশ্য জানা যায়নি।