আটক ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

 

 

দিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় আটক ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘোষগাছি গ্রামের মন্টু চন্দ্র শীলের ছেলে আনন্দ চন্দ্র শীল (৩২), তার স্ত্রী প্রতীমা শীল (২৫), চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (৪৫), বাসুদেবের ছেলে মানিক (২২), তার স্ত্রী অর্চনা (১৯), বাসুদেবের স্ত্রী বাসুন্তি (৪২), জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার কোতলা গ্রামের সোনাই চন্দ্র পালের ছেলে খুশী মোহন (৩৩) ও জয়পুরহাট সদর উপজেলার পাইকর দাড়িয়া গ্রামের অতুল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

গত বুধবার রাত দেড়টার সময় হিলি জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক বৈঠকের মাধ্যমে এদের হস্তান্তর করে। হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডর নায়েক সুবেদার রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ফেরত ৯ জন বাংলাদেশি বুধবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে চোরাইভাবে প্রবেশ করে। পরে তাদের ভারতের হিলি বাসস্ট্যান্ডে আটক করে বিএসএফ। আটকের পর বুধবার রাতে তাদের ফেরত দিলে বৃহস্পতিবার দুপুরে তাদের নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।