আইপ্যাডের ভয়ঙ্কর ব্যবহার

মাথাভাঙ্গা মনিটর: আইপ্যাডের নানা রকম ব্যবহার হচ্ছে বিশ্বজুড়ে। নানা অ্যাপ্লিকেশন ব্যবহার করে নানা রকম কাজ হচ্ছে। এবার আইপ্যাডের ভয়ঙ্কর একটি ব্যবহারের কথা জানলো সবাই। সিরিয়ায় আইপ্যাড ব্যবহার করা হচ্ছে মর্টারের গোলা নিয়ন্ত্রণে। সিরিয়ার বিদ্রোহীরা আইপ্যাডের অভিনব এ ব্যবহার রপ্ত করেছে। এক খবরে বলা হয়েছে, সিরিয়ায় বিদ্রোহীরা দেশীয় মর্টারের গোলা নিয়ন্ত্রণে এবং নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য আইপ্যাড ব্যবহার করছে। আইপ্যাডের অ্যাপ স্টোরে স্পোর্টস শ্যুটারদের কাজে লাগতে পারে এ রকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের আক্রমণের জন্য আইপ্যাডে কোনো অ্যাপ্লিকেশন নেই। যুক্তরাষ্ট্রের বিজনেস ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা মর্টারের গোলা নিক্ষেপের জন্য কোনো অ্যাপ্লিকেশনের ডিজিটাল লেভেল ব্যবহার করতে পারে।