অসংলগ্ন কথাবার্তা বলায় চুয়াডাঙ্গায় পলিটেকনিকের ছাত্রী অবরুদ্ধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়ীমোড় এলাকার ভাড়াটিয়া জ্যোতি নামের এক যুবতীর অঙ্গতিপূর্ণ কথা বলার অভিযোগ তুলে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরে  চুয়াডাঙ্গা পৌরসভাধীন এলাকার সাতগাড়ী মোড়ে মান্নান ক্যাশিয়ারের বাড়ির ভাড়াটের কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা জীবননগরের সন্তোষপুর গ্রামের জ্যোতি চুয়াডাঙ্গা সাতগাড়ী মোড়স্থ ভিকুইন্স পলিটেনিক ইনিস্টিটিউটের ছাত্রী। তিনি চুয়াডাঙ্গা সাতগাড়ী মোড়ের মান্নান ক্যাশিয়ারের বাড়ি ভাড়া নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার দুপুরে তার অঙ্গতিপূর্ণ কথা বলার অভিযোগ তুলে মান্নান ক্যাশিয়ারের বাড়িতে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে চুয়াডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় অনেকেরই অভিযোগ, এই বাড়িতে জ্যোতির কাছে নাজিম পরিচয়ে একজন নিয়মিত আসা-যাওয়া করেন। তিনি পুলিশ সদস্য বলে পরিচয় দেন। বলেন খাসকররা পুলিশ ক্যাম্পে আছি। জ্যোতি আমার বোন হয়। আর জ্যোতি জানায় নাজিম আমার বন্ধু। এসব অসংলগ্ন কথা বলার সময় এলাকাবাসী জ্যোতিকে অবরুদ্ধ করে রাখে। পরে বিকেলে তার পিতা এসে জ্যোতিকে নিয়ে যান।