অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘বাঙালি সংস্কৃতির প্রগতিশীল বিকাশ চাই’ স্লোগানকে ধারণ করে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সংগঠনের নবীন-প্রবীণ কর্মী ও চুয়াডাঙ্গার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমী চত্বর। শুরুতেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের আজীবন সদস্য ঔপন্যাসিক অধ্যাপক লুৎফর রহমান। উদ্বোধনের পরপরই উপমহাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী মান্না দে’র বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যজন মো. আলাউদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির রায়হান, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহমেদ, সুর কানন একাডেমীর পরিচালক খন্দকার এহসানুল কবীর, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ডেয়ার-এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন উমর, অরিন্দমের আজীবন সদস্য মোখতার আলী, কাজল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য সম্পাদক বজলুর রহমান শায়ক।