অভিযান ॥ ইয়াবা ও ফেনসিডিলসহ ১ জন আটক

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি পৃথক অভিযান চালিয়ে হরিণের কস্তুরি, মদ, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করা হয়েছে জয়নগরের জামালকে। আটককৃত জামালের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকায়। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে হরিণের ১৯টি কস্তুরি ও ২২৬টি বিভিন্ন রকমের আংটির পাথর। যার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ লাখ ৬৭ হাজার ৮শ টাকা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবির একই দল মাদকবিরোধী অভিযান চালিয়ে জয়নগরের মোরশেদ আলমের ছেলে জামালকে (৪২) আটক করেছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে জামালের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার ইকবাল হোসেন বাদি হয়ে জামালের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে জয়নগর বিএসপি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।