অবশেষে কারাগারে ঐশী রহমান

মাথাভাঙ্গা অনলাইন : পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাঁদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে ঐশীকে আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের জন্য কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে বের করা হয়।
সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক লুৎফুন্নাহার ঐশীকে কারাগারে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
তবে সন্ধ্যার দিকে কাশিমপুর মহিলা কারাগারে তাকে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৪ আগস্ট রাতে রাজধানী ঢাকার চামেলীবাগে ভাড়া বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান নৃশংসভাবে খুন হয়। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

Oishi-bg20130831021415

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *