অবরোধে জনগণের সম্পৃক্ততা থাকবে না

স্টাফ রিপোর্টার: আজ থেকে শুরু হওয়া বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। ভোট গ্রহণের আগে মাঠের পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করেন সিইসি। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না। সাংবাদিকদের সিইসি বলেন, আপনারাই লিখেছেন, লম্বা লম্বা অবরোধে লোকজন ফেডআপ হয়ে যাচ্ছে। মানুষ এ ধরনের কর্মসূচির পক্ষে নয়। আশা করি যারা অবরোধ কর্মসূচি দিয়েছেন, তাদের শুভবুদ্ধিরও উদয় হবে। গুড সেন্স উইল প্রিভেইল। সুতরাং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সিইসি বলেন, খুন-খারাবি এটা অবাঞ্ছিত ঘটনা। কোনো পলিটিক্যাল পার্টির লোকজন এসব করছে না, দুষ্কৃতকারীরা করছে। দুষ্কৃতকারীরা কোনো পার্টির কেউ নন। তারা যে সব অস্ত্র ব্যবহার করছে তাও বৈধ নয়। তাই কমিশন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে।