অন্ধ্র প্রদেশে গ্যাস লাইনে বিস্ফোরণ :নিহত ১৫

মাথাভাঙ্গা মনিটর: ভারতের অন্ধ্র প্রদেশে গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো ১০ জন।তবে নিহতের সংখ্যা ১৫ জন বললেও আইএএনএস বলছে ১১ জন।রাষ্ট্রনিয়ন্ত্রিতগ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (জিএআইএল)-এর পাইপলাইনে এ ভয়াবহঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।পুলিশ জানিয়েছে, উপকূলীয় মামিদিকুদুরু মণ্ডল জেলার নাগারাম গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,১১ জন জীবন্তদগ্ধ হয়ে মারা গেছেন। আরো ১৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।আগুনের ব্যাপকতার কারণে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৫ সদস্যকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গ্যাস পাইপলাইনের ছিদ্রথেকে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিস্ফোরণের পর আগুন ২০মিটার পর্যন্ত ওপরে উঠে যায়। পাশাপাশি ঘন ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।জেলা কালেক্টর (ডিসি) নিতু কুমারী প্রসাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।