অনুষ্ঠান শুরুর আগে উপস্থাপক গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভির একজন জনপ্রিয় উপস্থাপককে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।ক্ষমতাসীনকমিউনিস্ট পার্টির পিপলস ডেইলির টুইটারে গতকাল শনিবার জানানো হয়, গতশুক্রবার রাতে ব্যবসায় সংবাদ-সংক্রান্ত ইকোনমিক নিউজনামের একটি অনুষ্ঠানশুরুর আগে স্টুডিও থেকে ৩৬ বছর বয়সী উপস্থাপক রুই চেংগানকে পুলিশগ্রেফতার করে নিয়ে যায়।এছাড়া টিভি নেটওয়ার্কটির অর্থবিষয়ক উপপরিচালকলি ইয়াংকেও গ্রেফতার করা হয়েছে। সিসিটিভিতে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরুরপ্রায় এক মাস পর ওই দুজনকে গ্রেফতার করা হলো।চীনে গত বছর নতুন নেতৃত্ব ক্ষমতা গ্রহণের পর দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার হয়।রুইকেগ্রেফতার করার পরও ইকোনমিক নিউজঅনুষ্ঠান প্রচারিত হয়েছে। তবে তারচেয়ার ও মাইক্রোফোনটি ছিলো শূন্য। সহউপস্থাপক অনুষ্ঠানটি পরিচালনাকরেন।ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন রুই। আধুনিক চীনের উচ্চাকাঙ্ক্ষারপ্রতিমূর্তি হিসেবে তাকে তার ভক্তরা অভিহিত করে থাকেন। তিনি ৩০টিরও বেশিরাষ্ট্রপ্রধান ও তিন শতাধিক নির্বাহীর সাক্ষাত্কার নিয়েছেন।